পরিচিতি
১৯৬৬ সালে স্বাধীনতার পাঠস্থান মেহেরপুর-এ টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত হয় । প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ জনশক্তিতে রুপান্তর করা এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য । আধুনিকায়ন করা হয়েছে তাত্বিক ও ব্যবহারিক শিক্ষাদান পদ্ধতির ।
কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের এই বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে পরিনত করে এই প্রতিযোগীতাময় বিশ্বে একটি স্বনির্ভর জাতি হিসেবে পরিচিতি লাভ করে । একটি আলাকিত বাংলাদেশ বিনির্মানে চাই দেশের সর্বস্তরের মানুষের অকুন্ঠ সহযোগীতা।
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শিক্ষা প্রতিষ্ঠানটি, সরকারী কলেজ রোড, মেহেরপুর সদর, মেহেরপুর - ৭১০০ এ অবস্থিত।